কিভাবে অনলাইন পেইড কোর্স গুলা ফ্রিতে পাবেন? ওয়েব সাইটের লিংক সহ হাজারো কোর্স!


কিভাবে অনলাইন পেইড কোর্স গুলা ফ্রিতে পাবেন? ওয়েব সাইটের লিংক সহ হাজারো কোর্স!


করোনার প্রভাবে সারা বিশ্ব এখন বিপর্যস্ত, আমাদের সবাইকে বাধ্যতামূলক ভাবে বাসায় থাকতে হচ্ছে। হয়তো আমরা অনেকেই খুব বিরক্ত বাসায় থাকতে থাকতে,চাইলেও নিজের সময় টাকে সামাজিক যগাযোগ মাধ্যম ব্যবহার ও মুভি দেখা চাপে সময় হয়নি হয়তো বা চান ও চান কিন্তু জানা নাই যথাযথ উপায় এবং কিভাবে সেই দক্ষতা গুলা অর্জন করবেন। তাই আমি বলবো শুধু নিজের মূল্যবান সময় গুলা নষ্ট না করে নিজের দক্ষতা গুলাকে ঝালিয়ে অথবা নতুওন কিছু শিখে নিতে পারেন নিচের অয়েব সাইট গুলা থেকে যা আপনাকে বিরক্ত সময় কে কাজ লাগাতে ও নতুন কিছু শিখতে দারুণ ভাবে সাহায্য করবে।

free course online bangla, english,lynda,udemy
Online free course

কিভাবে লিন্ডা কোর্স করবেন ফ্রিতে, ভিডিও দেখতে ক্লিক করুণ
টরেন্ট সাইট থেকে কিভাবে মুভি, অনলাইন কোর্স, জনপ্রিয় টিভি প্রোগ্রাম,গান ইত্যাদি ডাউনলোড করবেন,ভিডিও

অনলাইনের নানান ধরণের কোর্স ওয়েব সাইট আছে যে গুলাতে বিভিন্ন ধরণের খুব ভাল মানের টিউটোরিয়াল পাওয়া যায়, কারন আধুনিক যুগের সাথে ও প্রযুক্তির সাথে আপনাকে আপডেদ থাওতে হলে বশ্যই নতুন নতুওন দক্ষতা নিয়ে হাজির হতে হয়। স্ব কোর্স টাকা নিয়ে কেনার মত সামর্থ্য আমাদের অনেকেরই নাই। তাছাড়া আমাদের দেশে ভাল মানের অনলাইন কোর্সের খুব অভাব এবং প্রোগ্রামিঙ্গের মত বিষয় গুলা শেখানোর মত ভালমানের শিক্ষক ও কম আর  ইউটিউবেও উন্নত মানের কোর্স গুলা খুজে বের করা অনেক কষ্টকর। কিছু কিছু সাইটের ফ্রি থাকলেও বেশির ভাগই কিন্তু আবার টাকা দিয়ে করতে হয়। তবে মাঝে মাঝে তারা কিচু কিছু কোর্সে অফার দেয় এবং ফ্রিও দেয়। চাইলে কিছু সাইট থেকে আপনি ডাউনলোড ও করতে পারেন। এমকিন কিছু সাইট নিয়ে আমাদের আজকের লেখা। যেগুলা স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পেহসাজীবী সকলের জন্য প্রয়োজনীয়, এছাড়া এখান থেকে শিখে আপনি নতুন চাকরি, ফ্রিল্যাংসার,নিজের ব্যক্তিত্ব উন্নয়ন করতে পারবেন।  এছাড়া সপম্রতি বাংলাদেশেও কিছু ওয়েব সাইট বেশ জনপ্রিয়তা পাচ্ছে । এছাড়াও আপনি টরেন্ট সাইট গুলাতেও অনেক পরিমাণ কোর্স ডোউনলোড করার সুযোগ পাবেন।   ভিডিও দেখতে ক্লিক করুণ

·       জয়প্রিয় সাইট গুলা

·     Lynda
·     Khan academy
·     Udemy
·     Coursera
·     Edx
·     Udacity
·     Bitdegree
·     Eduonix
·     Alison

 ·       ফ্রি সাইট গুলা

এই ফ্রি কোর্স গুলা একেবারে বৈধ সাইট তবে এখানে কিছু সময়সীমা থাকে যার পরে নির্দিষ্ট কোর্স গুলা আর ফ্রি থাকে না টাকা দিয়ে করতে হয়, তবে সারা বছরই আপনি এখানে ফ্রি কোর্সের অফার পাবেন।


এছাড়া আপনি যদি গুগুলের ফ্রি সার্টিফিকেট সহ ডিজিটাল মার্কেটিং কোর্স সহ আরো কিছু কো  করতে চান তাহলে ঘুরে আসতে পারেন গুগুলের এই লিংকে



এছাড়া আপনি যদি মাক্রসফটের  C# ফ্রি কোর্স টা করতে চান তাহলে ঘুরে আসতে পারেন গুগুলের এই লিংকে

 ·       বাংলাদেশের জনপ্রিয় কিছু অনলাইন শিক্ষা সাইট

বাংলাদেশেও অনেক গুলা সাইট রয়েছে যারা অনলাইন শিক্ষা ও কোর্স নিয়ে কাজ করে। সেখান আপনি আনান ধরনের কোর্স খুজে পাবেন যা আপনার নতুন কিছু শেখা ও দক্ষতা বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। এদের মধ্য উল্লেখযগ্য কিছু সাইট হল



No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.