বাচ্চাদের জনপ্রিয় সব ছড়া এবং কবিতা
ছোটদের ছড়া
![]() |
| বাচ্চাদের জনপ্রিয় সব ছড়া এবং কবিতা |
খোকন
খোকন ডাকে মায়
খোকন খোকন ডাকে মায়
খোকন গেছে কাদের নায় ?
সাতটা কাকে দাঁড় বায়,
খোকন রে তুই ঘরে আয় ।
দোল দোল
দোল দোল দুলুনি
রাঙ্গা মাথার চিরুনি,
বর আসবে যখনি
নিয়ে যাবে তখনি ।
এলো
চুলে সোনা বউ
এলো চুলে সোনা বউ
আলতা দিয়ে পায় ।
নোলক নাকে, কলসি
কাঁখে,
জল আনতে যায় ।
ঝিলের
জলে পদ্ম ভাসে
ঝিলের জলে পদ্ম ভাসে
মায়ের কোলে খোকন হাসে,
খোকন যাবে মামার বাড়ি
সঙ্গে নেবে রসের হাঁড়ি ।
খোকা
গেল মাছ ধরতে
খোকা গেল মাছ ধরতে
ক্ষীর নদীর কূলে,
ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে
মাছ নিয়ে গেল চিলে ।
কাঠ
বিড়ালি
কাঠ বিড়ালি, কাঠ
বিড়ালি
কাপড় কেচে দে
তোর বিয়েতে নাচতে যাব
ঝুমকো কিনে দে ।
টিয়া
টিয়া টিয়া সবুজ টিয়া
ঠোঁটটা তোমার লাল,
আজ তুমি যাও গো উড়ে
আবার এসো কাল ।
তাঁতির
বাড়ি
তাঁতির বাড়ি ব্যাঙের বাসা
কোলা ব্যাঙের ছা,
খায় দায় গান গায়-
“তা
রে না রে না ।
চাঁদ
উঠেছে ফূল ফুটেছে
চাঁদ উঠেছে ফূল ফুটেছে
কদম তলায় কে ?
হাতি নাচছে ঘোড়া নাচছে
সোনা মণির বে ।
মোরগ
ডাকে
সকাল বেলা মোরগ ডাকে
উঠতে মোদের কয়,
তবু যারা রইল শুয়ে
জ্ঞানী তারা নয় ।
কে
বকেছে কে মেরেছে
কে বকেছে কে মেরেছে
কে দিয়েছে গাল ?
তাই তো খোকা রাগ করেছে
ভাত খায়নি কাল ।
আয়
বৃষ্টি
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দিব মেপে
লেবু পাতা করমচা
যা বৃষ্টি ঝরে যা ।
খেজুর পাতা হলদি
বৃষ্টি নাম জলদি ।
সিংহ
মামা
সিংহ মামা সিংহ মামা
করছো তুমি কি ?
এই দেখো না কেমন তোমার
ছবি এঁকেছি ।
নোটন
নোটন পায়রা
নোটন নোটন পায়রা গুলো
ঝোটন বেঁধেছে
ও পারেতে ছেলে মেয়ে
নাইতে নেমেছে ।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে ওঠেছে ।
কে দেখেছে, কে
দেখেছে
দাদু দেখেছে,
দাদুর হাতে কলম ছিল
ছুঁড়ে মেরেছে ।
ওহ্ বড্ড লেগেছে ।
খোকা
বাবু যায়
খোকা বাবু যায়
লাল জুতা পায়,
বড় বড় দিদিরা সব
উঁকি মেরে চায়,
খোকাবাবু ফিরে না তাকায় ।
হাট্টিমা
টিম টিম
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম ।
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম ।
খোকা
যাবে শ্বশুর বাড়ি
খোকা যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে যাবে কে ?
ঘরে আছে হুলো বিড়াল
কোমর বেধেঁছে ।
আয়রে
পাখি লেজ ঝোলা
আয়রে পাখি লেজ ঝোলা
খোকন নিয়ে কর খেলা
খাবি দাবি কল কলাবি
খোকাকে মোর ঘুম পাড়াবি ।
ইলিশ
ভাজা
খুকুমনি খাবে বলে
ঝাল দিও না ঝোলে
ইলিশ ভাজা
খেতে মজা
গরম গরম হলে ।
মিথ্যা
কথা বলতে নেই
মিথ্যা কথা বলতে নেই
উড়ো কথা শুনতে নেই ।
কথা দিয়ে রাখতে হয়
আস্তে কথা বলতে হয় ।
আমপাতা
জোড়া জোড়া
আমপাতা জোড়া জোড়া,
মারবো চাবুক ছুটবে ঘোড়া ।
ওরে বুবু সরে দাঁড়া,
আসছে আমার পাগলা ঘোড়া ।
পাগলা ঘোড়া ক্ষেপেছে,
টগবগিয়ে ছুটেছে ।
বাক্
বাককুম পায়রা
বাক্ বাককুম পায়রা
মাথায় দিয়ে টায়রা,
বউ সাজবে কালকি
চড়বে সোনার পালকি


No comments